ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি‘র ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার  অনুষ্ঠিত হবে।

এই ইউনিটে  ৭২০টি  আসনের বিপরীতে ৪২,৭২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।


বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত এই পরীক্ষা জবিসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট একুশটি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস বাংলানিউজের শিক্ষা সংক্রান্ত সংবাদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও www.jnu.ac.bd ঠিকানায় পাওয়া যাচ্ছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থীর আনা এইচএসসি/সমমান পরীক্ষার ফটোকপিকৃত (সত্যায়িত) দুইটি রেজিস্ট্রেশন কার্ডের একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলাদেশ সময় ১৫৪৫ ঘন্টা, ১৮ অক্টোবর,২০১২
এমএমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।