ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হেলথ টেকনোলজি কোর্সকে ডেন্টিস্ট্রি কোর্স ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বছর মেয়াদী বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের নাম পরিবর্তন করে বিএসসি ইন ডেন্টিস্ট্রি করার দাবি জানিয়েছেন হেলথ টেকনোলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

 

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, দেশের ৭টি প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী বিএসসি ইন হেলথ টেকনোলজিতে (ডেন্টাল) পড়ছে।

২০০৪-০৫ সাল থেকে চালু হওয়া এ কোর্সটির সিলেবাস সম্পূর্ণ বায়োলজ্যিকাল ও ক্লিনিক্যাল। সিলেবাসে ৫০টিরও বেশি চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে। তাই এটি সুস্পষ্ট যে কোর্সের কাজের সঙ্গে নামের সঙ্গতি নেই।

কোর্সের নামের এ অসঙ্গতির জন্যে চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারছেন না শিক্ষার্থীরা।

সরকারি, স্বায়ত্বশাসিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২
এমএন/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।