ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবার প্রকাশ হতে পারে ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
বুধবার প্রকাশ হতে পারে ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফল

ঢাকা: শেষ বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে। বুধবার যেকোনো মুহূর্তে ফলাফল প্রকাশ করা হতে পারে।



সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. শাহিদা রফিক।

তিনি বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান উপাচার্য  অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে ‘ক’ ইউনিটের ফলাফল জমা দিয়েছি। তিনি বিষয়টি দেখে বুধবারই হয়তো ফলাফল ঘোষণা করতে পারেন। ’’

এদিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৬ দিনেও ফলাফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কিছু শিক্ষার্থী অস্বাভাবিক নাম্বার পাওয়ায় পরীক্ষার ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে এরকম গুজবে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

এ বিষয়ে শাহিদা রফিক বলেন, এ গুজব সত্য নয়। তবে প্রচুর শিক্ষার্থী সেট কোড ভুল  করায় ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে।

এদিকে ফলাফলের শেষ মুহূর্তের পর্যালোচনায় উপাচার্য আ আ ম স অরেফিন সিদ্দিক ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে মঙ্গলবার  রাতে তিনি বাংলানিউজকে জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব ‘ক’ ইউনটের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়।

এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও ক্যাম্পাসের বাইরের ৭৭টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৫৬৮ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, এবারের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০ হাজারের অধিক পরীক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭,২০১২
এমএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।