ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
পরীক্ষায় অংশগ্রহণকারী ৬২ হাজার ১৬৩ জন শিক্ষার্থীর মধ্য থেকে পাস করেছে ২০ হাজার ৮৮৭ জন। অস্পষ্টতার জন্য ৪১ জনের ফল স্থগিত করা হয়েছে। ২ জনের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।
ফল নিয়ে কোনো অভিযোগ থাকলে ২৩ অক্টোবর ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সাঈদা রফিক বরাবর লিখিত আবেদন করতে হবে। ভর্তিচ্ছুদের ২১ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে এসআইএফ (স্টুডেন্ট ইনফরমেশন ফরম) পূরণ করে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে ঢাবির ওয়েবসাইটে (www.univdhaka.edu)।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/এজে