যশোর : যশোর শিক্ষা বোর্ড থেকে ২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ১ লাখ ৮৮ হাজার ৬০৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। সারাদেশে একযোগে ৪ নভেম্বর অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হবে।
২০১১ সালে এ বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ১ লাখ ৯৮ হাজার ১৫০ পরীক্ষার্থী। সে হিসেবে এ বছর প্রায় ১০ হাজার পরীক্ষার্থী কমেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আব্দুল বাসেত বাংলানিউজকে জানান, এ বছর যশোর বোর্ডের অধীনে ১০ জেলার ১৯১টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ৩১ হাজার ৮৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আর সবচেয়ে কম ৭ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী রয়েছে মেহেরপুর জেলায়।
এছাড়া খুলনায় ২৮ হাজার ১৬ জন, বাগেরহাটে ১৬ হাজার ৮৪১ জন, সাতক্ষীরায় ২০ হাজার ৭০৫ জন, কুষ্টিয়ায় ২৪ হাজার ৮৪৯ জন, চুয়াডাঙ্গায় ১৩ হাজার ১২৮ জন, ঝিনাইদহে ২২ হাজার ৮২৮ জন, নড়াইলে ১০ হাজার ১৭৪ জন ও মাগুরা জেলায় রয়েছে ১২ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী ।
পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান বাংলানিউজকে জানান, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com