রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠানরত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সোমবার বাংলা দ্বিতীয়পত্রে ৪ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম এ হুরাইরা বাংলানিউজকে জানান, জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডে মোট ১ লাখ ৭৩ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৬৮ হাজার ৮৭৭ জন।
সে হিসেবে পরীক্ষার দ্বিতীয় দিন মোট ৪ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন সবচেয়ে বেশি সংখ্যক ১ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বিভাগের বগুড়া জেলায়। এরপর যথাক্রমে রাজশাহীতে ৭৫৯ জন, নওগাঁয় ৫৫১ জন, পাবনায় ৪৭০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৯ জন, নাটোরে ৩৮১ জন, সিরাজগঞ্জে ৩২৫ জন এবং জয়পুরহাটে ১৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
প্রসঙ্গত, পরীক্ষার প্রথমদিন রোববার অনুপস্থিত ছিলো ৪ হাজার ৩৮৮ জন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১২
শরীফ সুমন/একে