ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১২
ঢাবির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ঘ-ইউনিটের (Gha-Unit) অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
ক্যাম্পাসের বাইরের ২৭টি কেন্দ্রসহ মোট ৭৯টি কেন্দ্রে এবছর ভর্তি পরীক্ষায় ৭৮ হাজার ৩শ’ ৪১জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশ নেবেন।


 
পরীক্ষার্থী নিজ আসনের অবস্থান জানতে চাইলে http://ghaunit.univdhaka.edu ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে জানতে পারবেন। এসএমএস করে আসনের অবস্থান জানার পদ্ধতি প্রবেশপত্রে লিপিবদ্ধ আছে। পরীক্ষার ফলাফলও একইভাবে  জানা যাবে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলানিউজকে বলেন, “ভর্তি প্রার্থীদের কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ইলেকট্রনিক্স যন্ত্র বা ক্যামেরা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যদি মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করে তার পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”
 
 ভর্তি পরীক্ষার আসন-বণ্টন ব্যবস্থা নিম্নরূপ:
 
সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ৫০০০০৩-৫০১০০০ (জি.সি.ই ছাত্রছাত্রী) এবং ৫৭৮৬৫৮-৫৭৯২০০ (সাধারণ), কলা ভবন ও লেকচার থিয়েটার ৫৭৪৮৯১-৫৭৮৬৫৭, আই.বি.এ ৫৭৪১৯১-৫৭৪৮৯০, বিজনেস স্টাডিজ অনুষদ ৫৭০৫৮৬-৫৭৪১৯০, শিক্ষা ও গবেষণা ইনস্টি: ৫৬৯৭৩৬-৫৭০৫৮৫, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ ৫৬৯০৩৫-৫৬৯৭৩৫, চারুকলা অনুষদ ৫৬৮৮৩৫-৫৬৯০৩৪, ঢাঃ বিঃ কেন্দ্রীয় গ্রন্থাগার ৫৬৮২৭৫-৫৬৮৮৩৪, আধুনিক ভাষা ইনস্টি: ৫৬৭৯৫৭-৫৬৮২৭৪, টি.এস.সি ৫৬৭৭৩২-৫৬৭৯৫৬, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টি: ৫৬৭৫০৮-৫৬৭৭৩১, কার্জন হল এলাকা ৫৬৪৫৪৮-৫৬৭৫০৭, মোকাররম ভবন এলাকা ৬২৫৯২-৫৬৪৫৪৭, সাইন্স এ্যানেক্স ভবন ৫৬০৯৬২-৫৬২৫৯১, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টি: ৫৬০৫৪৮-৫৬০৯৬১, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ৫৫৯১৪৮-৫৬০৫৪৭, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও কলেজ ৫৫৭৮৯৮-৫৫৯১৪৭, শেখ বোরহান উদ্দিন কলেজ ৫৫৫৮৯৮-৫৫৭৮৯৭, আনোয়ারা বেগম মুসলিম বালিকা বিদ্যালয় ৫৫৩৮৯৮-৫৫৫৮৯৭, বেগম বদররুন্নেসা মহিলা কলেজ ৫৫১১৯৮-৫৫৩৮৯৭, ড. শহীদুল্লাহ কলেজ ৫৪৯৬৯৮-৫৫১১৯৭, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল ৫৪৮৬৪৭-৫৪৯৬৯৭,  আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৫৪৭৪৩১-৫৪৮৬৪৬, ইডেন মহিলা কলেজ ৫৪১৪৩১-৫৪৭৪৩০, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ৫৪০০৩১-৫৪১৪৩০, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৫৩৮৫৮১-৫৪০০৩০, নীলক্ষেত হাইস্কুল ৫৩৭৬৮১-৫৩৮৫৮০, ঢাকা কলেজ ৫৩৪৬৮১-৫৩৭৬৮০, গভঃ টিচার্স ট্রেনিং কলেজ ৫৩২৬৮১-৫৩৪৬৮০, গভ: ল্যাবরেটরি হাইস্কুল ৫৩১১৮১-৫৩২৬৮০, আইডিয়াল কলেজ (ধানমন্ডি) ৫২৯৪৮১-৫৩১১৮০, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ৫২৮২৬১-৫২৯৪৮০, লালমাটিয়া মহিলা কলেজ ৫২৬২৬১-৫২৮২৬০, নিউ মডেল ডিগ্রি কলেজ ৫২৪২৬১-৫২৬২৬০, সরকারি বিজ্ঞান কলেজ (ফার্মগেট) ৫২০৭৬১-৫২৪২৬০, তেজগাঁও গভঃ হাইস্কুল (ফার্মগেট) ৫১৯২৬১-৫২০৭৬০, তিতুমীর কলেজ (মহাখালী) ৫১৪২৬১-৫১৯২৬০, সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ (মগবাজার) ৫১২২৬১-৫১৪২৬০, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (বেইলী রোড) ৫১০২৬১-৫১২২৬০, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (কাকরাইল) ৫০৬২৬১-৫১০২৬০, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল) ৫০২২৬১-৫০৬২৬০, হাবিবুল্লাহ বাহার কলেজ (শান্তিনগর) ৫০১০০১-৫০২২৬০।
   
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১২
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।