রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর জেএসসির রেজিস্ট্রেশন কার্ডে ভুল তথ্য থাকায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
রেজিস্ট্রেশন কার্ডে তাদের কারো কারো জম্ম তারিখ, পিতার নাম কিংবা মাতার নামে ভুল রয়েছে।
মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন শিক্ষার্থীর জেএসসি পরীক্ষার নিবন্ধনে অনেক তথ্য ভুল। যা পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীর সনদপত্রটি ভুল তথ্যসহ আসবে।
এসব ভুল প্রধান শিক্ষক নিজ দায়িত্বে সংশোধনের আশ্বাস দিলেও ওই বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বাংলানিউজকে জানান, সংশোধনের সময় সীমা অনেক আগে শেষ হয়েছে।
শিক্ষার্থী অর্নব চাকমার অভিভাবক দিমান্ত লাল চাকমা বাংলানিউজকে জানান, এসব ভুল তথ্য সংশোধন করে দেওয়ার জন্য এক মাস আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে। তিনি ভুল সংশোধনের আশ্বাস দিলেও তা সংশোধন করা হয়নি। এ কারণে ভুল তথ্যসহ রেজিস্ট্রেশন কার্ড নিয়েই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে।
শিক্ষার্থী সুশোভন দেওয়ানের অভিভাবক জাপনী বিজয় দেওয়ান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মিথ্যা আশ্বাসে আমরা হতাশ হয়েছি। এখন অসম্ভবকে তিনি কিভাবে সম্ভব করাবেন!”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ পাটোয়ারী বলেন, “এ বিষয়ে শিক্ষার্থীরা কোনো অভিযোগ করেনি। তবে কিছু অভিভাবক এ বিষয়ে আমাকে অবগত করেছেন। ”
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুল তথ্য এসেছে সে দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে এবং বিদ্যালয়ের খরচে ভুল তথ্যগুলো সংশোধন করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেন প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন না এ মর্মে তাকে জবাবদিহি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর