ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধনের মেয়াদ আজীবন করার সুপারিশ

পার্লামেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১২
বেসরকারি শিক্ষক নিবন্ধনের মেয়াদ আজীবন করার সুপারিশ

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধনের মেয়াদ আজীবন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিবন্ধন পরীক্ষার সনদের কার্যকারিতা ৫ বছর থাকার বর্তমান বিধান বাতিল করতে বলেছে কমিটি।



কমিটি মনে করছে, চিকিৎসক, আইনজীবীসহ অন্য পেশার মতো এই সনদ আজীবন রাখা উচিত।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি রাশেদ খান মেনন বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, শেখ আব্দুল ওহাব, কাজী ফারুক কাদের, মো. শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন বাংলানিউজকে বলেন, “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) ৫ বছরের জন্য যে সনদ দেয় তা আইনের পরিপন্থী। কমিটি সনদের ৫ বছর মেয়াদ বাতিল করে তা আজীবন করার সুপারিশ করেছে। ”
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন- ২০০৫ এ ৫ বছর মেয়াদের বিধান ছিলো না। বিগত তত্ত্বাবাধায়ক সরকারের আমলে এটি যুক্ত করা হয়। এদিকে কমিটির সুপারিশের সঙ্গে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ একমত পোষণ করেছেন বলেও সূত্র জানায়।

শিক্ষাসচিব কামাল আব্দুল নাসেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১২
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।