ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসবিসিএলের স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এসএসবিসিএলের স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ঢাকা: রাজধানীতে বিদেশে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসবিসিএলেi ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

এসএসবিসিএল সেবা গ্রহণকারীদের জন্য একটি সর্বোচ্চ নিরাপদ স্থান।

এই প্রতিষ্ঠান কর্মের ধারাবাহিকতায় সুবিধাভোগীদের সর্বোচ্চ নিরাপদ সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করে।

শিক্ষাক্ষেত্রে অনবদ্য ভূমিকা ও যুগোপযোগী সাফল্যের জন্য এসএসবিসিএল স্বীকৃত একটি প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতা ঢাকার একটি হোটেলে এসএসবিসিএল আয়োজন করে স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

মাসিক প্রোগ্রামের চলমান প্রক্রিয়ায় ১৫তম ব্যাচ ও জার্মান ভিসাপ্রাপ্ত স্টুডেন্টদের জন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জার্মানি থেকে আগত শিক্ষিকা মিস অ্যানার তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন ক্লাশের আয়োজন করা হয়।

এ ধরনের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষার্থে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে সার্বিক সহযোগিতা করা।

এছাড়া এর মাধ্যমে এসএসবিসিএল দেশকে আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নে সহযোগিতা, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়া ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়।

এসএসবিসিএলের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক সুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো  বক্তব্য দেন আমন্ত্রিত স্টুডেন্ট, অভিভাবক, অতিথি, গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা।

উল্লেখ্য যে, এসএসবিসিএল এ বছর আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জার্মানীর ফ্রাঙ্কফুর্ট থেকে গোল্ড ক্যাটাগরিতে ‘দি ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ কেয়ালিটি এওয়ার্ড-২০১২’ এবং ইন্ডিয়ার মুম্বাই থেকে ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ নামের দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।