ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইডিয়ালে শুরু ২০ নভেম্বর

রোববার ভিকারুননিসায় ফর্ম বিক্রি শেষ

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২

ঢাকা: রোববার শেষ হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির ভর্তির আবেদন ফরম বিক্রি। প্রভাতী শাখার ফরম সকাল ৮টা থেকে ১১টা এবং দিবার ফরম পাওয়া যাবে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত।



এদিকে প্রথম শ্রেণির লটারিসহ অন্যান্য ক্লাসের ফরম বিক্রি ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নিয়ম অনুসারেই ২০০ টাকা ফরমের মূল্য। লটারির ফল নিয়ে যাতে কারো মনে সন্দেহ না জাগে সেজন্য অভিভাবকদের দাবি অনুসারে প্রকাশ্যে ম্যানুয়ালি ড্র অনুষ্ঠিত হবে। অন্যান্য শ্রেণিতে আগের নিয়মেই হবে ভর্তি পরীক্ষা। প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তির আবেদন ফরম বিক্রি হবে আগামী ২০ থেকে ২২ এবং ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। নবম শ্রেণির ফরম বিক্রি ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৪ নভেম্বর শুরু হয়েছিল ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম বিক্রি কার্যক্রম। প্রথম দিন থেকেই প্রতিটি শাখায় অভিভাভকদের উপচেপড়া ভিড় ছিল। গত বছর ৬০০ টাকা করে বিক্রি হলেও ভর্তির আবেদন ফরমের মূল্য এবার ২০০ টাকা।

ভিকারুননিসা স্কুলে এবারো প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে ছাত্রী বাছাই করা হবে।

অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ফরম বিক্রি হচ্ছে। কার্যক্রম সুন্দর করতে তিনি সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন। যে সব ছাত্রীর জন্ম ১ জুলাই, ২০০৬ থেকে ৩০ জুন, ২০০৭ এর মধ্যে, কেবল তারাই এবার প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারছে।

ফরম জমা, সাক্ষাৎকারের তারিখ ও সময় আগামীকাল ১৯ নভেম্বরর সকাল ১০টায় বিদ্যালয়ের সকল শাখার সকল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। লটারি অনুষ্ঠানের তারিখও পরবর্তী সময়ে সকল শাখায় নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি তথ্য কলেজের নিজ ওয়েবসাইটে (www.vnscbd.net) পাওয়া যাবে।

প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। শনিবার গভর্নিং বডি এক সভায় এবারের ফরম বিক্রি ও জমা, ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী নির্ধারণ করেছে।

জানা গেছে, প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিক্রি হবে আগামী ২০ থেকে ২২ এবং ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। নবম শ্রেণির ফরম বিক্রি ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণির আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর। প্রথম শ্রেণির লটারির ড্র মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। প্রথম দিন বনশ্রী শাখার বাংলা ও ইংলিশ ভার্সনের লটারি ড্র। দ্বিতীয় ও তৃতীয় দিন মূল ক্যাম্পাসের সাধারণ ও সব কোটা এবং মুগদা শাখার লটারির ড্র। জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নবম শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, “এবার দ্বিতীয়বারের মতো আমরা যুক্ত করছি লটারি পদ্ধতি। প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণির ভর্তি হবে লাটারির মাধ্যমে। তবে অন্যান্য শ্রেণিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। ” প্রক্রিয়া সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে অধ্যক্ষ বলেন, “এই বিশাল প্রতিষ্ঠানকে আমরা আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। ”

পরিচালনা পর্ষদের সদস্য গোলাম আশরাফ তালুকদার বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো আপোষ আমরা করব না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান সব সময়েই থাকবে শ্রেষ্ঠ অবস্থানে। সেখানে সব সময়েই নিশ্চিত হবে মান সম্মত শিক্ষা। ”

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এমএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।