খুলনা: ২১ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা । এবার খুলনা বিভাগের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।
বিভাগের ১০ জেলায় এ পরীক্ষায় ৭১৫টি কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ২৮ হাজার ৩২৮ জন এবং ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ৯৩৪ জন।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্র বাংলানিউজকে জানায়, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে খুলনা মহানগরীর ৫টি থানা এবং ৯টি উপজেলায় ৯৫টি কেন্দ্রে ১৭ হাজার ৭৩৯ জন ছাত্র এবং ১৯ হাজার ৭৯৪ জন ছাত্রী রয়েছে, বাগেরহাটের ৯টি উপজেলায় ৮৪টি কেন্দ্রে ১১ হাজার ৪২০ জন ছাত্র এবং ১৪ হাজার ২৬১ জন ছাত্রী রয়েছে, সাতক্ষীরার ৭টি উপজেলায় ৮২টি কেন্দ্রে ১৬ হাজার ১২৭ জন ছাত্র এং ১৭ হাজার ৬৪৬ জন ছাত্রী রয়েছে, যশোরের ৮টি উপজেলায় ১২৭টি কেন্দ্রে ২২ হাজার ১৯২ জন ছাত্র এবং ২৪ হাজার ৯৯৮ জন ছাত্রী রয়েছে, ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৭টি কেন্দ্রে ১৫ হাজার ২৯৭ জন ছাত্র এবং ১৭ হাজার ৭১৬ জন ছাত্রী রয়েছে। কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৭৯টি কেন্দ্রে ১৬ হাজার ৭৪৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৫৮১ জন ছাত্রী রয়েছে, চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় ৩৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৫৮ জন ছাত্র এবং ১০ হাজার ৭২৮ জন ছাত্রী রয়েছে, নড়াইলের ৩টি উপজেলায় ৫৪টি কেন্দ্রে ৬ হাজার ১৪৩ জন ছাত্র এবং ৭ হাজার ২১১ জন ছাত্রী রয়েছে, মেহেরপুরের ৩টি উপজেলায় ২৭টি কেন্দ্রে ৫ হাজার ২৫০ জন ছাত্র এবং ৫ হাজার ৮৫২ জন ছাত্রী রয়েছে ও মাগুরার ৪টি উপজেলায় ৪১টি কেন্দ্রে ৮ হাজার ৩২৪ জন ছাত্র এবং ১০ হাজার ২০ জন ছাত্রী রয়েছে।
এদিকে ইংরেজি ভার্সন (ইংলিশ মিডিয়াম) বিভাগে মোট ১১টি কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১২৬ জন ছাত্র এবং ৫১ জন ছাত্রী।
এবারের সমাপনী পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক একেএম গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বিভাগের ১০ জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে হল সচিবদের ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জানানো হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর