ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন: ফল প্রকাশ ২৬ নভেম্বর

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা  সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
 
সকাল সাড়ে ৯টায় রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা শুরু এবং দুপুর ১টায় শেষ হয়।



পরীক্ষা চলাকালে রুয়েট উপাচার্য প্রফেসর ড.সিরাজুল করিম চৌধুরী, উপউপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী ও রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাসার বিভিন্ন হল পরিদর্শন করেন।

রুয়েট সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৪ হাজার ১শ ৭৭ জন ছাত্র-ছাত্রী।
 
রুয়েটের জনসংযোগ দপ্তরের প্রশাসক গোলাম মুর্তুজা বাংলানিউজকে জানান, আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd  থেকে জানা যাবে।

চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ৮টি বিভাগে মোট ৬শ ৬৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।
 
এদিকে,শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে রেজাল্ট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবিতে রুয়েটের প্রগতিশীল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন চলছে।

তবে ঐক্য পরিষদ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।

এ সময়ের মধ্যে রুয়েট উপাচার্য প্রফেসর ড.সিরাজুল করিম চৌধুরী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ না করলে আগামী ২৬ নভেম্বর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet