ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু বুধবার

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২১ নভেম্বর শুরু হচ্ছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।



মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফছারুল আমিন এ তথ্য দেন। এ সময় প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, সচিব এম.এম. নিয়াজউদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৪১ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী ১৪ লাখ ৩৩ হাজার ৬১৫ জন এবং ছাত্র ১২ লাখ ৭ হাজার ৪৫২ জন।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে তিন লাখ ২৮ হাজার ৩২৬ জন। ছাত্র এক লাখ ৫৬ হাজার ৫২৭ জন এবং ছাত্রী এক লাখ ৭১ হাজার ৭৯৯ জন।

বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ১৭৯ জন।  

মন্ত্রী বলেন, ‘‘সর্বমোট ছয় হাজার ৩৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে কেন্দ্র রয়েছে ছয় হাজার ৩৬৪টি এবং বিদেশের আট কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। ” দেশে পরীক্ষাকেন্দ্রের মধ্যে ১০০টি দুর্গম পরীক্ষাকেন্দ্র রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী জানান, গত বছর পরীক্ষায় অনুপস্থিত ছিলো এক লাখ ৩১ হাজার ৬৮৯ জন। অনুপস্থিত এসকল শিক্ষার্থীর মধ্যে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৪ হাজার ৫৬০ জন। এছাড়া গত বছর ফেল করেছিলো ৬০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে এবার অংশ নিচ্ছে ৩২ হাজার ৫৯০ জন।
 
প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘এবার ঝরে পড়ার হার শতকরা ২৯ দশমিক ৯ ভাগ। ২০১০ সালে ঝরে পড়ার হার ছিলো ৪০ শতাংশ এবং ২০১১ সালে ঝরে পড়ার হার ছিলো ২৯ শতাংশ। ”  

মন্ত্রী জানান, আগামী ২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজি, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ (প্রাথমিক), পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান (ইবতেদায়ী), ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান (প্রাথমিক) ও আরবী, ২৯ নভেম্বর ধর্ম (প্রাথমিক), ইবতেদায়ীর কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকাহ্ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে এবং বেলা ১টায় শেষ হবে। বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
এসএমএ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।