ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ডিজিটাল আর্কাইভ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ক ডিজিটাল আর্কাইভ উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল এ আর্কাইভের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জানা যাবে বাংলাদেশের কৃষি গবেষণার ফলাফল।

একই সঙ্গে শিক্ষার্থী ও গবেষকরা এ আর্কাইভ থেকে সহজেই পূর্বের সম্পাদিত সকল কৃষি গবেষণার তথ্য ও ফলাফল সম্পর্কেও জানতে পারবেন। এর ফলে কোনো গবেষণার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে না।  
 
বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় মিলনায়তনে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এ ডিজিটাল আর্কাইভ উদ্ভোধন করেন।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মহিবুর বরমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, ট্রেজারার অধ্যাপক ড. হযরত আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটির কার্যক্রম সংক্রান্ত সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পটির উপ-ব্যবস্থাপক অধ্যাপক ড. সেকেন্দার আলী।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের কৃষি গবেষনা আজ গর্ব করার মত এবং তা আজ আন্তর্জাতিক পর্যায়ের। যার ফলে বাংলাদেশ আজ খাদ্যে  স্বয়ংসম্পূর্ন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এই ডিজিটাল আর্কাইভ একটি যুগান্তকারী পদক্ষেপ। ”
 
অধ্যাপক শাদাত উল্লা বলেন,  “দেশীয় উচ্চতয় কৃষি গবেষনাকে সমন্বিত করার প্রয়াসে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের থিসিসসমূহ নিয়ে এই ডিজিটাল আর্কাইভ তৈরী করা হয়েছে। এই ডিজিটাল আর্কাইভের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় খেকে প্রাপ্ত  কৃষি সম্পর্কিত গবেষনার ফলাফল, থিসিস ও জার্নাল ডিজিটালাইজ করে অনলাইনে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। যা হেকেপের অর্থায়নে এই কাজ চলছে।   আর্কাইভটি ওয়েব পোর্টালে লিংক করা হয়েছে। আর্কাইভটি বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজিপুর, এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর সকল এমএস ও পিএইচডি থিসিস এবং জার্নাল অন্তর্ভুক্ত থাকবে।

আর্কাইভটিতে থিসিস ও জার্নাল আর্টিকেল পেতে WWWdaatj.net এ ওয়েব সাইটে ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময় ১৬৪৬; নভেম্বর ২১, ২০১২
এমএন/সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ