ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনের উপস্থিতের হার ৯৪ শতাংশ। এবতেদায়ীতেও প্রথম দিনের মতো ৮৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের বাংলা পরীক্ষায় অনুপস্থিতের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৩২৬ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৮০ হাজার ১৫৩ ও ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ১৭৩ জন।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী উপস্থিতির হার খুলনা বিভাগে, ৯৭ শতাংশ। সবচেয়ে কম বরিশালে, সিলেট ও ঢাকা বোর্ডে ৯৩ শতাংশ।
শুধুমাত্র ঢাকা বোর্ডে ১ জন ছাত্রকে বহিস্কারের ঘটনা ঘটেছে।
এবতেদায়ী পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৬৯ জন। এদের মধ্যে ২৬ হাজার ৮১৭ জন ছাত্র এবং ২৬ হাজার ২৫২ জন ছাত্রী। চট্টগ্রাম বিভাগে পরীক্ষার্থী উপস্থিতি হার সবচেয়ে বেশি, ৮৭ শতাংশ। ঢাকা ও রংপুর বিভাগে শিক্ষার্থী উপস্থিতির হার ৮১ শতাংশ। যা অন্য সব বিভাগের চেয়ে কম।
তবে এবতেদায়ীতে কোনো পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
এমএন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর
eic@banglanews24.com