টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়েছে।
চারটি ইউনিটের ১৩টি বিভাগে ৬শ ৫০টি আসনে ভর্তির জন্য সমান সংখ্যক শিক্ষার্থীকে মেধা তালিকায় রেখে দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় স্থান দেওয়া হয়েছে।
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ ও ৬ জানুয়ারি এবং অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১২ ও ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ৭ ও ৮ জানুয়ারি সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুয়ায়ী অপেক্ষমান তালিকা হতে সাক্ষাৎকারে উপস্থিত পরীক্ষার্থীদের ১৫ এবং ১৬ জানুয়ারি ভর্তি হতে হবে। ২৬ জানুয়ারি ক্লাস শুরুর হবে।
সাক্ষাৎকারের সময় এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র/প্রশংসাপত্র, মার্কশীট রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
তবে ভর্তির সময় আনুমানিক ১৮ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্রের ১ সেট ফটোকপি (সত্যায়িত) এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গীন ৫ কপি ও স্ট্যাম্প সাইজের ১ কপি ছবি সঙ্গে আনতে হবে।
এছাড়া মুক্তিযোদ্ধা, উপজাতী, পোষ্যকোটার পরীক্ষার্থীদের মুক্তিযোদ্ধার মূলসনদ ও সংশ্লিষ্ট কোটার কাগজপত্রসহ আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় কমিটির আহ্বায়ক টিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকীর কাছে আবেদনসহ সাক্ষাৎ করতে হবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর eic@banglanews24.com