ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১২- ২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল  শুক্রবার রাতে  প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।



সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী ও রেজিষ্ট্রার প্রকৌশলী আবুল বাসারসহ ভর্তি পরীক্ষা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে।

চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ৮টি বিভাগে মোট ৬৬৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে। আগামী ১৩ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে।

এছাড়া আসন শুন্য থাকা সাপেক্ষে আগামী ১৮, ২৪ ও ৩০ ডিসেম্বর এবং ৯ ও ২৭ জানুয়ারি অপেক্ষমাণ তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
 
আগামী ২ ফেব্রুয়ারি ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু হবে ৩ ফেব্রুয়ারী থেকে। ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য www.ruet.ac.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ১৯ নভেম্বর রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১৭৭ জন ছাত্র-ছাত্রী।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
জনাব আলী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet