ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হেলথ টেকনোলজি(ডেন্টাল)কোর্সের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

ঢাকা: বিএসসি-ইন-হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের নাম পরিবর্তন করে ‘ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি’ বা ‘বিএসসি ইন ডেন্টিস্ট্রি’ করার দাবিতে দাবিতে প্রতীকী অনশন করেছেন এতে অধ্যয়ন শিক্ষার্থীরা।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘বিএসসি-ইন-হেলথ টেকনোলজি’ কোর্সটি বর্তমানে দেশের ৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই কোর্সের অধীনে অধ্যয়নরত বিষয়গুলো হচ্ছে মূলত ‘বায়োলজিক্যাল’ ও ‘ক্লিনিক্যাল’। এতে টেকনোলজির কোন বিষয় বিদ্যমান নেই। স্বাভাবিকভাবেই তাই কারিকুলামের (পাঠ্যসূচি) সঙ্গেও এই কোর্সের নামের কোনো মিল নেই।

এই কোর্সে পাস করেও নামের সঙ্গে কারিকুলামের মিল না থাকায় বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য আবেদন করেও শিক্ষার্থীরা ব্যর্থ হচ্ছেন বলেও জানান তারা।

শিক্ষার্থীদের দাবি, কোর্সের নাম পরিবর্তন করে আন্তর্জাতিক মানের ‘জব ডেসক্রিপশন’ প্রণয়ন, বিএমডিসির অধীনে অনুমোদিত করে ‘প্র্যাকটিস রেজিস্ট্রেশন’ দেওয়া, সারাদেশে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাস কোর্স পরিচালনা করা এবং চার বছরের একাডেমিক কোর্সের পর আরও এক বছর ‘ইন্টার্নশিপ’ চালু করা।

প্রতীকী অনশন থেকে ২৯ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ ও ৪ ডিসেম্বর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এমইএস/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ