ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

২৭, ২৮ ও ২৯ নভেম্বরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪২ জন করে প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র জানায়, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা গত ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর ২০১২ তারিখ পযন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS পদ্ধতিতে আবেদন করে। এবারের ভর্তি পরীক্ষায় ৫৪৫টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ৪শ ৯৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

এর মধ্যে এ ইউনিটে ৫ হাজার ১শ ২৭, বি ইউনিটে ১ হাজার ৩শ ৫, সি ইউনিটে ৬ হাজার ১শ ৪২, ডি ইউনিটে ৩ হাজার ৩শ ৬৭ ও ই ইউনিটে ৬ হাজার ৫শ ৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর ফলে আসন প্রতি আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২।

সূত্রটি আরও জানায়, ২৬ নভেম্বর বি ও ডি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে। এর মধ্যে বি ইউনিটের পরীক্ষা সকাল ১১টায় এবং ডি ইউনিটের পরীক্ষায় বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হবে।

সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর, এ ইউনিটের ২৮ নভেম্বর ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে অনুষ্ঠিত হবে। সকাল-বিকেল দু’শিফটে এ ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস হলো- এ, সি ও ই ইউনিটের জন্য বিজ্ঞান ভবন ০০০০১ থেকে ০১৮১৭ পর্যন্ত (সকাল) এবং ০৩৪০১ থেকে ০৫২১৭ পর্যন্ত (বিকেল), কলা ভবন ০১৮১৮ থেকে ০৩৪০০ পর্যন্ত (সকাল) এবং ০৫২১৮ থেকে ০৬৬০৫ পর্যন্ত (বিকেল)।

বি ও ডি ইউনিটের জন্য বিজ্ঞান ভবন ০০০০১ থেকে ০১৪০০ পর্যন্ত (সকাল) এবং  কলা ভবন ০১৮১৮ থেকে ০৩৪০০ পর্যন্ত (বিকেল)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, ভর্তির লিখিত পরীক্ষা এক ঘণ্টা সময়ে ১০০ নম্বরের গঈছ পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল ডিকশনারি, প্রোগ্রাম্ড ক্যালকুলেটরসহ যেকোন ধরনের কমিউনিকেশন ডিভাইস নিয়ে ঢুকতে দেওয়া হবে না।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ