ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। দেশের ৯টি বোর্ডের মধ্যে যশোর শিক্ষা বোর্ডেই প্রথম ওয়েব পোর্টাল চালু করা হলো।



বুধবার দুপুর ১২টার দিকে ওয়েব পোর্টালের উদ্বোধন করেন, বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান।

এখন থেকে ওয়েব পোর্টালের মাধ্যমে খুলনা বিভাগের ১০ জেলার স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম পূরণ, মার্কশিট ও সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

ফলে এ অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীদের অযথা বারবার বোর্ডে এসে সময় নষ্ট করতে হবে না।

ওয়েব পোর্টালে বোর্ডের অধীনে ৩৩শ স্কুল-কলেজে নিজস্ব ওয়েবপেজও খুলে দেওয়া হয়েছে।

ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের সচিব প্রফেসর আবদুল মজিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ, স্কুল পরিদর্শক আবদুস ছালাম, কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ।

প্রথম দিনে ওয়েব পোর্টালের মাধ্যমে সার্টিফিকেটের জন্য আবেদন করেন যশোর শাহিন কলেজের শিক্ষার্থী সাকিব সামারা।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, নভেম্বর ২৮ ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ