ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্লাস-পরীক্ষার দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২

ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও মৌন মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষদ ভবনের সামনে আবারও মানববন্ধনে অংশে নেন প্রায় শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

উলেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২১৭তম সিন্ডিকেটের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একই দাবিতে ৯ সেপ্টম্বর থেকে প্রায় ২ মাস আন্দোলন করে।

ফলে, অনেক দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ