ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১২
শেকৃবি ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে  রোববার

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি)২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়া রোববার থেকে শুরু হচেছ। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

মূল মেধা তালিকা থেকে ভর্তি ৯ ও ১০ ডিসেম্বর এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ১৩ ডিসেম্বর।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের সেকশন অফিসার বশিরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, ৪ কপি সত্যারিত রঙিন ছবি, সরবরাহকৃত স্ব স্ব আইডি কার্ড, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের মূল কপি, উপজাতি, আদিবাসী, ওযার্ড (পোষ্য), হরিজন ও দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক সরবরাহকৃত কোন তথ্য ভূল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। এমনকি ভর্তির পরেও কোন তথ্যগত ভুল বা অসত্য প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গন্য হবে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ১২ ডিসেম্বর বেলা ২ টার মধ্যে স্ব-শরীরে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন বিকাল ৫ টা অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির জন্য আনুমানিক ১০ হাজার টাকা প্রয়োজন হবে।

জানুয়ারি মাসের ২ তারিখ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ৩ জানুয়ারী ২০১৩ থেকে ক্লাশ শুরু হবে। কৃষি অনুষদে ৩৫০, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৫০। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট- www.sau.edu.bd  থেকে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ