ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবি সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ১৭-১৮ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১২

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ১৭ ও ১৮ জানুয়ারি।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক মোয়াজ্জম হোসেন এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, দুদিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। এসব সভায় আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দুদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির একটি খসড়াও চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া প্রচার-প্রচারণার জন্য শাবি সমাজকর্ম বিভাগের শিক্ষক শফিকুর রহমান চৌধুরীকে প্রধান করে একটি প্রচার উপ-কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের সদস্য সচিব, সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি আজিজুল ইসলাম শামীম জানান, পুনর্মিলনীকে ঘিরে সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা গেছে। সফল অনুষ্ঠান আয়োজন করতে সকলেই সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীরা ১৬ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১২
এনামুল/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।