ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রত্নচর্চা বিশ্বসভ্যতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে: উপাচার্য

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
প্রত্নচর্চা বিশ্বসভ্যতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে: উপাচার্য

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, “প্রতœতাত্ত্বিক চর্চা বিশ্বসভ্যতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে। উয়ারী বটেশ্বরের ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক নিদর্শন সভ্যতার ইতিহাসে বাংলাদেশকে অধিষ্ঠিত করেছে গৌরবের স্থানে।



সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগ আয়োজিত বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় হেকেট প্রকল্পের অধীনে গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন সম্পর্কিত সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য তাঁর বক্তব্যে আরো বলেন, “প্রতœতাত্ত্বিক খননে প্রাপ্ত ঐতিহাসিক বস্তুর সংরক্ষণ জরুরি। এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক অধ্যাপক অসিত বরণ পাল এবং বিভাগীয় সভাপতি অধ্যাপক সীমা হক।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ইনস্টিটিউট অব হিমালয় মাউন্টেনের কিউরেটর চন্দ্রনাথ দাস, ইমার্জিং এশিয়া ফ্যামিলি প্রোগ্রামের কো-অর্ডিনেটর স্টিফেন ট্যাকার্ড প্রমুখ।

সেমিনারে ভারত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের প্রতœতাত্ত্বিকরা অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী এ সেমিনারে ১১ ডিসেম্বর একটি কর্মশালাও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ