ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ওয়েবসাইট বিষয়ক কর্মশালা শুরু

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাইবার সেন্টার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়েবসাইট-এ ‘ডাটা আপলোড অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বুধবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।



উদ্বোধনী ভাষণে উপাচার্য ওয়েবসাইট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধিতে ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ড ওয়েবসাইটের মাধ্যমেই দেশ-বিদেশের লোকজন জানতে পারেন। ’’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক অধ্যাপক ফরিদ আহমদ ও সদস্য শামীম আল মামুন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় এই প্রকল্পের কাজ সম্পাদিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ