ঢাকা: দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিট্রেড) এবং বেসরকারি শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদন এবং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী ১২ ডিসেম্বরের পরিবর্তে ৪ জানুয়ারি পর্যন্ত এসব কলেজে ভর্তির আবেদন করা যাবে। ১৪ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে ১১ জানুয়ারি বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১২
এসএমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর