ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে প্রধানমন্ত্রীর ম্যুরাল, শাহ মখদুম কলেজে শহীদ মিনার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১২

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

রুয়েটের একমাত্র ছাত্রী হল ‘শেখ হাসিনা’ হলের সামনে স্থাপন করা প্রধানমন্ত্রীর এই মুর্যালটি রোববার প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।



ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী। এসময় বিশিষ্ট নাগরিকগণসহ রুয়েট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শাহ মখদুম কলেজে নব নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন- সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় কলেজ অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি রুহুল আমিন প্রামাণিক, কবি আরিফুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১২   
শরীফ সুমন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ