ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে পরিসংখ্যান সম্মেলন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
রাবিতে পরিসংখ্যান সম্মেলন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘স্ট্যাটিস্টিক্যাল ডাটা মাইনিং ফর বায়োইনফরমেটিক্স, হেলথ্, এগ্রিকালচার অ্যান্ড এনভায়ারনমেন্ট’ শীর্ষক ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মুহিবুর রহমান।



বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের শিক্ষা বিষয়ক সিনিয়র অপারেসন্স অফিসার মোখলেসুর রহমান ও রাবি উপ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ নাসের।

সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার সকাল ৯টায় সিনেট ভবনে এম এ বাশার মিয়ার সভাপতিত্বে ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডাটা মাইনিং পার্সপেক্টিভ ইন সাম জেনোমিক অ্যান্ড এনভায়ারনমেন্টাল স্টাডিজ’ শীর্ষক মূল উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার সেন। স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক কে এম হোসেন।

সম্মেলনের ১৬টি টেকনিক্যাল সেশনসহ ২৫টি সেশনে প্রায় শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এখানে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৩০০ গবেষক, পরিসংখ্যাণবিদ, গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী, কৃষিবিদ, চিকিৎসা বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, জীব বিজ্ঞানী ও  প্রকৌশলী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময় : ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ