ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারী স্কুলে ভর্তি

অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিল হাজারো শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিল হাজারো শিক্ষার্থী

চট্টগ্রাম: অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে বন্দরনগরীর নয়টি সরকারি বিদ্যালয়ে শনিবার পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন বিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়ে তা চলে ১২ টা পর্যন্ত।



এ বছর এসব বিদ্যালয়ে এক হাজার ৯শ’ আসনের বিপরীতে ৮ হাজার ১শ’ ৩১ শিক্ষার্থী আবেদন জমা দিয়েছে। এ হিসেবে প্রতি আসনে প্রতিযোগিতা করছে প্রায় ৫ শিক্ষার্থী।

ভর্তি কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বাংলানিউজকে জানান, নয়টি বিদ্যালয়ে শনিবার শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এছাড়া ২৪ ডিসেম্বর ষষ্ঠ এবং অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিদ্যালয়েই সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুলগুলোর মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা প্রশাসন।

অন্যদিকে ছেলে-মেয়েদের পরীক্ষার হলের ভিতরে দিয়ে অভিভাবকরা উদ্বেগ আর উৎকণ্ঠায় বাইরে অপেক্ষা করতে থাকেন। অনেকেই আবার সন্তানকে কাঙ্খিত স্কুলে ভর্তি করাতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত।

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সাইফুল ইসলাম নামে বেসরকারি কোম্পনীর কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘ছেলে-মেয়েকে ভাল স্কুলে ভর্তি করানো নিয়ে আমাদের অভিভাবকদেরই বেশি চিন্তা  করতে হয়। এত কষ্টের পরেও কাঙ্খিত স্কুলে ভর্তি করাতে পারবো কিনা তা নিয়ে উদ্বিগ্ন আছি। ’

বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্কুলের গালর্স গাইড ও স্কাউটরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার হল দেখিয়ে দেয়াসহ নানাভাবে সহযোগিতা করছে।

২০১৩ সালে নবম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে না। জেএসসি ও জেডিসির ফলাফলের মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে সরকারি বিদ্যালযে ভর্তি কমিটির সমন্বয়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. সাইদুর রহমান।

নগরীর নয় সরকারি বিদ্যালয় হলো- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়,  বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এর আগে ১৩ ডিসেম্বর নগরীর সরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়।

ভর্তি কমিটি জানায়, এ বছর বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। এরমধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিত বিষয়ে ৪০  টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাদের।

ভর্তি কমিটি সুত্রে জানা গেছে, চট্টগ্রামের সরকারি স্কুলগুলোতে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে মোট দু‘হাজার ৭৩২টি আসন রয়েছে। এরমধ্যে পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯০০, ষষ্ঠ শ্রেণি ৭১২ এবং অষ্টম শ্রেণিতে ১২০টি। এছাড়া নবম শ্রেণিতে ৩শ’ ৯৭ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১২ ০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২ ২০১২
এমবিএম/আরডিজি
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ