ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কার্জন হলে চলছে বায়ো-কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২

ঢাকা: বিজ্ঞানে উচ্চ শিক্ষা ও গবেণষায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হয়েছে চতুর্থ বায়ো-কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১২।

শনিবার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে সহস্রাধিক শিক্ষার্থী এই বায়ো-সায়েন্স উৎসবে অংশ নেয়।



সকাল ৯টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সবুজ চত্বরে এসে রেজিস্ট্রেশন করান। পরে শুরু হয় বায়ো-কেমিস্ট্রির ওপর কুইজ পরীক্ষা। সকাল ১১টায় শুরু হয় পোস্টার প্রদর্শনী। পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক ড. সালেহীন তাদরী।

পোস্টার প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, এই বায়ো-কেমিস্ট্রি অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ সৃষ্টি করবে। এ অনুষ্ঠানে তরুণ প্রজন্ম বিজ্ঞানের নানা অজানা ও মজার বিষয় জানতে পারবে। বিভিন্ন পোস্টার থেকে তারা বায়ো-কেমেস্ট্রি সম্পর্কে জ্ঞান লাভ করবে।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্র্যাকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বায়ো-কেমিস্ট্রি অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। শুরু থেকে এই আয়োজনের পৃষ্টপোষকতায় রয়েছে ব্র্যাক ব্যাংক।  

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
এমএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ