ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৪.৮৮

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

দিনাজপুর:  দিনাজপুর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি)  এ বছর পাসের হার ৮৪.৮৮।

বৃহস্পতিবার বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।



বোর্ড সূত্রে জানা গেছে, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার ২৩৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৮৪ হাজার ৩৩৭ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৮৯ হাজার ৪৪৯ জন।

ছাত্রদের পাসের হার ৮৫.৪১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৩৭।

মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ ৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা হচ্ছে ২ হাজার ৪শ ২৭ জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে ২ হাজার ১শ ০৭ জন।

দিনাজপুরে শীর্ষ ১০-এ থাকা বিদ্যালয়গুলো হচ্ছে- রংপুর ক্যাডেট কলেজ, নীলফামারী-সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুল  অ্যান্ড কলেজ, চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর জেলা স্কুল, রংপুর মিলিনিয়াম স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর গভর্নন্টে গার্লস হাইস্কুল, ঠাকুরগাঁও বয়েজ হাইস্কুল, রংপুর গভর্নমেন্ট গালর্স হাইস্কুল।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।