ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ী সমাপনী: পাবনায় পাসের হার ৯০.৪৭%

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

পাবনা: বৃহস্পতিবার প্রকাশিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাবনা জেলা পাসের হারের দিক দিয়ে ভাল করলেও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে দেখা গেছে হাতাশাজনক পারফরমেন্স।

এ জেলায় পাশের হার শতকরা ৯০ দশমিক ৪৭ ভাগ।

জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৫ জন। এর মধ্যে ছাত্র ৩৮ জন এবং ছাত্রী ১৭ জন।

এছাড়া এ গ্রেডে ৬২৭ জন, এ মাইনাস ৬৯৬ জন, বি গ্রেডে ৮৪৭ জন, সি গ্রেডে ১৩৮৮ জন এবং ডি গ্রেডে ৪৬৫ জন উত্তীর্ন হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হক বাংলানিউজকে জানান, এ বছর জেলার ৯টি উপজেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৫১২ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ১৬২ জন এবং ছাত্রী ২ হাজার ৩৫০ জন।

মোট পাসের হার ৯০ দশমিক ৪৭ ভাগ। এর মধ্যে ছাত্র পাস করেছে ৯২ দশমিক ৫১ ভাগ এবং ছাত্রী পাস করেছে ৮৮ দশমকি ৪৩ ভাগ।

আর অকৃতকার্য পরীক্ষার্থীরা সংখ্যা ৪৩৪ জন। এর মধ্যে ছাত্র ১৬২ জন ও ছাত্রী ২৭২ জন।

অপরদিকে, উপজেলারওয়ারী জিপিএ-৫ পেয়েছে সদর উপজেলায় ২৫ জন, সুজানগর উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ৭ জন, ঈশ্বরদী উপজেলায় ২ জন, বেড়া উপজেলায় ৪ জন, ফরিদপুর উপজেলায় ৭ জন এবং আটঘরিয়া উপজেলায় ৮ জন।

চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ