ঢাকা: এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হারে অন্য সব বোর্ডকে পেছনে ফেলে শীর্ষস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৮২ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে বরিশাল বোর্ডের পরেই রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। এখান থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭১ হাজার ৩২৮ জন।
সিলেট বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। এ বোর্ড থেকে ৯০ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৯৪৯ জন।
৮৫ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর বোর্ড চতুর্থ অবস্থানে রয়েছে। এ বোর্ড থেকে ১ লাখ ৮১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪৪১ জন।
এরপরেই রয়েছে রাজশাহী বোর্ড। এতে পাশের হার ৮৫ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৮৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৬৫ জন।
তবে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে ও উত্তীর্ণ হয়েছে ঢাকা বোর্ড থেকে। ষষ্ঠ স্থানে থাকা ঢাকা বোর্ডের পাশের হার ৮৫ দশমিক ০২ শতাংশ। এ বোর্ডের ৪ লাখ ৯৪ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ লাখ ৭৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৪২১ জন।
দিনাজপুর বোর্ডে পাশের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৭৩ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৪৭ হাজার ৫০৫ জন।
সবার চেয়ে খারাপ করেছে এবার চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৩৫ শতাংশ। ১ লাখ ৩৩ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৭৮ জন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এমএন/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর