ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডের সেরা ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

বরিশাল: বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।

এ প্রতিষ্ঠানের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। বরিশাল ক্যাডেট কলেজের পাসের হার ৮৮.৭৮২ ভাগ।

দ্বিতীয় স্থানে থাকা বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাসের হার ৮৬ দশমিক ০৭৭ ভাগ। ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে, বরিশাল জিলা স্কুল। পাসের হার ৮০ দশমিক ৫৬৮ ভাগ। এ বিদ্যালয়ে ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করছে। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ১৫২ জন।

চতুর্থ স্থানে রয়েছে, বরগুনা তাসলিমা মেমোরিয়াল একাডেমি। এ স্কুল থেকে ৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৭ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৯১ ভাগ।

পঞ্চম স্থানে রয়েছে, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৫৯ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। পাসের হার ৭৪ দশমিক ২৮৮ ভাগ।

ষষ্ঠ স্থানে থাকা পটুয়াখালী সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সমপরিমাণ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। পাসের হার ৭২ দশমিক ৭৭৫ ভাগ।

সপ্তম স্থানে থাকা পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৬৮ দশমিক ৯৪১ ভাগ। এ স্কুল থেকে ৬৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করা ঝালকাঠী হারিস সরকারি বালিকা বিদ্যালয়ের অবস্থান অষ্টম। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৬৮ দশমিক ১৬৩ ভাগ।

নবম স্থানে থাকা বরিশাল মহেসপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৯৩৭ ভাগ।

দশম স্থানে থাকা বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের পাসের হার ৬৭ দশমিক ৮২৯ ভাগ। এ বিদ্যালয় থেকে ১৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।