দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রংপুর ক্যাডেট কলেজ।
দ্বিতীয় স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুরের চিরিরবন্দর আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চতুর্থ স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৫ম স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল।
৬ষ্ঠ স্থানে রয়েছে রংপুর দি মিলিনিয়াম স্টারস্ স্কুল অ্যান্ড কলেজ, ৭ম স্থানে রয়েছে দিনাজপুর জিলা স্কুল, ৮ম স্থানে রয়েছে দিনাজপুর গভ. গার্লস হাই স্কুল, ৯ম স্থানে রয়েছে ঠাকুরগাঁও গভ. বয়েজ হাই স্কুল, ১০ স্থানে রয়েছে রংপুর গভ. গার্লস হাই স্কুল।
১১তম স্থানে রয়েছে রংপুর আইডিয়াল পাবলিক স্কুল, ১২তম স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৩তম স্থানে রয়েছে রংপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম স্থানে রয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৫তম স্থানে রয়েছে গাইবান্ধা গভ. বয়েজ হাই স্কুল, ১৬তম স্থানে রয়েছে নীলফামারী গভ. হাই স্কুল, ১৭তম স্থানে রয়েছে পঞ্চগড় গভ. গার্লস হাইস্কুল, ১৮তম স্থানে রয়েছে দিনাজপুর সানলাইট (কেজি) স্কুল, ১৯তম স্থানে রয়েছে কুড়িগ্রাম গভ. হাই স্কুল ও ২০তম স্থানে রয়েছে ঠাকুরগাঁও গভ. গার্লস হাই স্কুল।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর