ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে ক্যাডেট কলেজগুলোর দুর্দান্ত ফল

আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: ২০১২ সালের জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে দেশের ক্যাডেট কলেজগুলো।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।

পাসের গড় হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫১ ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে সবাই। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৪৭ জন।

টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ৫২ জনের উত্তীর্ণ হয়েছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

রাজশাহী ক্যাডেট কলেজের ৫৬ শিক্ষার্থীর পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ জন।

পাবনা ক্যাডেট কলেজের জিএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৮ জন। এদের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে এদের সবাই। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৭ পরীক্ষার সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

বরিশাল ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।

সিলেট ক্যাডেট কলেজের ৫৪ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

রংপুর ক্যাডেট কলেজের ৫৪ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এআই/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ