ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: বোর্ড ও জেলায় শীর্ষে রাজশাহী ক্যাডেট কলেজ

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ।

শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বোর্ড এবং জেলায় শীর্ষ স্থান লুফে নিয়েছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান।



শুরু থেকেই ভালো ফলাফল করার সোনালী ইতিহাস রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজের। সেটা আরও একবার প্রমাণ করেছে এখানকার মেধাবী শিক্ষার্থীরা।

এ বছর জেএসসিতে গৌরব অক্ষুণ্ন রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে রাজশাহী বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করেছে।

এ বছর রাজশাহী ক্যাডেট কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেওয়া সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করলে পরীক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে।
 
রাজশাহী বোর্ড ও জেলায় প্রথম স্থান অধিকার প্রসঙ্গে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ কে এম ইকবাল আজিম বাংলানিউজকে বলেন, “ক্যাডেট কলেজের আজকের এ ঈর্ষণীয় ফলাফলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর মনোভাব ও কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টা। ”

তিনি বলেন, “ভালো ফলাফল করার ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। শিক্ষকদের কর্মতৎপরতা, বিরামহীন অনুপ্রেরণা, সুন্দর কর্ম পরিবেশ, সুষ্ঠু তদারকি, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সর্বোপরি ক্যাডেটদের পরিশ্রমের ফসল আজকের এই অভাবনীয় সাফল্য। ”

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ