ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির গৌরবোজ্জ্বল ৫০ বছর: ৩ জানুয়ারি অনুষ্ঠান

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
বাকৃবির গৌরবোজ্জ্বল ৫০ বছর: ৩ জানুয়ারি অনুষ্ঠান

ময়মনসিংহ (বাকৃবি): কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৩ ও ৪ জানুয়ারি সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী ২০১২ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহের মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে ব্রহ্মপুত্র নদের কিনার ঘেঁষে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আযোজন করা হয়েছে।



বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের সভাপতিত্বে অ্যালামনাই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ভোলাসহ দেশ-বিদেশের নতুন-পুরাতন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অ্যালামনাই অনুষ্ঠানে প্রায় ১০ হাজারেরও বেশি কৃষিবিদ ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে উৎসবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বাকৃবির কেন্দ্রীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য ও জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩ জানুয়ারি সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে। এছাড়া আরও থাকবে গ্র্যান্ড আনন্দ র‌্যালি, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সমন্বয়ে সেমিনার, ৫০ বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও উদ্ভাবিত প্রযুক্তি মেলা, কৃষিবিদদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শণী, স্মৃতি চারণ, আলোচনা, কৃতি কৃষিবিদদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ অনুষ্ঠানকে সফল করার লক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাম্পাসকে নব সাজে সাজিয়ে তোলা হচ্ছে। এ মিলন মেলার মহাযজ্ঞের মহা আয়োজন প্রায় শেষের পথে।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বাংলানিউজকে বলেন, “১২শ একর জায়গা জুড়ে নয়নাভিরাম সবুজ চত্বরে ১৯৬১ সালের ১৮ আগস্ট উচ্চতর কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের লক্ষ নিয়ে যাত্রা শুরু করে বাকৃবি। হাটি হাটি পা করে, জ্ঞান-বিজ্ঞানের আলোয় চারিদিক আলোকিত করে ইতোমধ্যে অর্ধশতাব্দির পথ পাড়ি দিয়ে ৫১ বছরে পা দিচ্ছে। এটি আমাদের পরম আনন্দ ও গৌরবের। এ উৎসবকে স্বার্থক ও সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ”

প্রসঙ্গত, অ্যালামনাই পুনর্মিলনী সম্পর্কে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট http://alumni.bau.edu.bd অথবা e-mail: alumni@bau.edu.bd অথবা ০১৭১১৬০৬৪৫৭, ০১৭১১৩৭২৮৫৯, ০১৭১১৬৭৯১৬৭, ০১৭৫২৯২৯০২৪, ০১৭১৬০০১৭১৯, ০১৭১৩১১৩৫৫৯ নম্বরে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
আশরাফুল আলম/ম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ