ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৮৭.৬৮%

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

ময়মনসিংহ: ময়মনসিংহে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার পাসের হার ৮৭.৬৮%। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২৩ শিক্ষার্থী।



ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দে বাংলানিউজকে জানান, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ময়মনসিংহের ১২ উপজেলায় সর্বমোট ১০ হাজার ৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ হাজার ৩শ’ ২৫ জন ছেলে ও ৫ হাজার ৭শ’ ৩১ জন মেয়ে পরীক্ষার্থী ছিল।

তিনি জানান, সদরে পাসের হার ৭৫.৯৩ %, মুক্তাগাছায় ৮০.৮%, ত্রিশালে ৭৭.৩৩%, ভালুকায় ৮৮.০২%, গফরগাঁওয়ে ৯৬.৪১%, নান্দাইলে ৮১.৯২%, ঈশ্বরগঞ্জে ৯১.৫৯%, হালুয়াঘাটে ৯২.৫৬%, ফুলবাড়িয়াতে ৮৩.৯৩%, গৌরীপুরে ৯২.১০%, ফুলপুরে ৯৭.৭৮% ও ধোবাউড়ায় ৯৪.৫৮%।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।