ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষা: জেলা ভিত্তিক পরিসংখ্যানে বরিশাল প্রথম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

বরিশাল: বৃহস্পতিবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসির) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল জেলা। ২য় স্থানে পটুয়াখালী।

৩য় স্থানে রয়েছে ভোলা জেলা।

এছাড়া বরগুনা ৪র্থ, পিরোজপুর ৫ম ও ঝালকাঠী জেলা ৬ষ্ঠ স্থান অধিকার করেছে।

বরিশাল জেলাঃ
বরিশাল জেলায় পাশের হার ৯৫ দশমিক ২৪ শতাংশ। ৪৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১৭ জন। যার মধ্যে ছেলে ১৩ হাজার ৮ জন ও মেয়ে ১৫ হাজার ৯ জন। পাশ করেছে ২৬ হাজার ৬শ’ ৮৪ জন। ছেলে ১২ হাজার ৩শ’ ৭৮ জন ও মেয়ে ১৪ হাজার ৩শ’ ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ’ ৪৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৬১০ জন ছেলে ও ৮৩৮ জন মেয়ে।

পটুয়াখালী জেলাঃ
এ জেলার ২৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৭শ’ ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৪২ জন। পাশের হার ৯৪ দশমিক ৫৬ ভাগ। ৭ হাজার ১শ’ ৭৪ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৭শ’ ৫৮ জন এবং ৬ হাজার ৬শ’ ১৯ জন মেয়ে পরীক্ষর্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ২শ’ ৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন। যার মধ্যে ছেলে ২৩২ জন ও মেয়ে ২৮২ জন।

ভোলা জেলাঃ
ভোলা জেলার ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৫শ’ ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছেলে ৬ হাজার ৭১ জন ও মেয়ে ৫ হাজার ৪শ’ ৪৫ জন। এদের মধ্যে পাশ করেছে ১০ হাজার ৮শ’ ২৪ জন। ছেলে ৫ হাজার ৭শ’ ৪০ জন ও মেয়ে ৫ হাজার ৮৪ জন। পাশের হার ৯৩ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯৫ জন। এদের মধ্যে ছেলে ১৯৬ জন ও মেয়ে ১৯৯ জন।

বরগুনা জেলাঃ
এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩১৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে ১১৯ জন ছেলে ও ২০০ জন মেয়ে। এখানে পাশের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ। ১৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ৮শ’ ৩২ জন। ছেলে ৪ হাজার ৪শ’ ৮২ জন এবং মেয়ে ৪ হাজার ৩শ’ ৪৯ জন। পাশ করেছে ৮ হাজার ২শ’ ৪৫ জন পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ১শ’ ৭৭ জন এবং মেয়ে ৪ হাজার ৬৮ জন।

পিরোজপুর জেলাঃ
এ জেলার ২৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ১শ’ ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছেলে ৫ হাজার ৬শ’ ৪৮ জন ও মেয়ে ৬ হাজার ৪শ’ ৯৫ জন। এদের মধ্যে পাশ করেছে ১১ হাজার ২শ’ ৩৬ জন। ছেলে ৫ হাজার ২শ’ ৭ জন ও মেয়ে ৬ হাজার ২৯ জন। পাসের হার ৯২ দশমিক ৫৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন। এদের মধ্যে ছেলে ১২৯ জন ও মেয়ে ১৭৯ জন।

ঝালকাঠী জেলাঃ
ঝালকাঠী জেলায় পাশের হার ৮৯ দশমিক ৭০ শতাংশ। ১৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮শ’ ৮২ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৫শ’ ৫ জন ও মেয়ে ৪ হাজার ৩শ’ ৭৭ জন। পাশ করেছে ৭ হাজার ৭০ জন। ছেলে ৩ হাজার ৮৮ জন ও মেয়ে ৩ হাজার ৯শ’ ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৬১ জন ছেলে ও ১২৭ জন মেয়ে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ