ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষা বোর্ডের ১৩ স্কুলে কেউ পাস করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর ১৩টি স্কুল থেকে কেউ পাস করেনি।

গতবার এমন স্কুলের সংখ্যা ছিল মাত্র ৩৮টি।

এর আগে ২০১০ সালে এ সংখা ছিল ৬৩টি। এ বছর পাস না করা স্কুলের সংখ্যা কমলেও শূন্যের কোটায় পৌঁছাইনি।  

তবে অচিরেই এ স্কুলগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা।

তিনি বলেন, ‘কেন ফল বিপর্যয় ঘটেছে তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট স্কুল প্রধানদের চিঠি দেওয়া হবে। ’

শূন্য পাসের স্কুলগুলো হলো- রাজশাহীর বাগমারা উপজেলার নখোপাড়া জুনিয়র গার্লস স্কুল, মেহানপুর উপজেলার চাঁদপুর জুনিয়র হাইস্কুল, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বসনাইল জুনিয়র গার্লস স্কুল, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাতিন্দর জুনিয়র স্কুল, পালি পাড়া জুনিয়র হাইস্কুল, পাবনা জেলার সাথিয়া উপজেলার মাজগ্রাম জুনিয়র গার্লস স্কুল, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রাজপুর জুনিয়র মডেল হাইস্কুল, তাড়াশ উপজেলার কস্তা বেটরাসিন জুনিয়র স্কুল, একই জেলার রাইগঞ্জ উপজেলার আটঘরিয়া জুনিয়র গার্লস হাইস্কুল, বগুড়া জেলার শেরপুর উপজেলার বেগম সোনাভান প্রমাণিক জুনিয়র স্কুল, সারিয়াকান্দি উপজেলার চালুয়া বাড়িয়া জুনিয়র হাইস্কুল, কাহালু আইডিয়াল জুনিয়র হাইস্কুল ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরোট্টি ইউনাইটেড জুনিয়র গার্লস স্কুল।         

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ০৯ শতাংশ। গতবার ছিল ৭৯ দশমিক ৮৮ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২২১ জন পরীক্ষার্থী। মধ্যে ৩ হাজার ২৭৪ জন ছেলে এবং ২ হাজার ৯৪৭ জন মেয়ে। বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করা হয়।

এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৯১ হাজার ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৭ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছেলে পাসের হার ৮৫ দশমিক ৩২ শতাংশ এবং মেয়ে ৮৪ দশমিক ৮৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ