ঢাকা: এবারের প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৮৫টি।
২০১১ সালের তুলনায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা অবশ্য কমেছে ৫৬টি।
২০১২ সালে মোট ২৭ হাজার ৫৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এ দু’টি পরীক্ষায়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি।
মাদ্রাসা বোর্ডেও ৯ হাজার ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেননি। তবে ২০১১ সাল থেকে এ সংখ্যা ৪টি কমেছে। গতবার এ বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪টি।
মাদ্রাসা বোর্ডের পরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি দিনাজপুর বোর্ডে। এ বোর্ডে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৪০টি।
এরপরেই রাজশাহী বোর্ডের অবস্থান। এখানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৩৮টি।
২০১২ সালের প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি। গতবছর যা ছিল ১১টি।
এছাড়াও যশোর বোর্ডে এ সংখ্যা ৭টি। গতবছর যা ছিল ১৬টি।
তবে গত বছরের তুলনায় বরিশাল বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১টি বেড়ে হয়েছে ৩টি।
২০১১ সালের মতোই কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট, এই ৩টি শিক্ষা বোর্ডে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
এমএন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর