ঢাকা: একটি উদার গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক মধ্যম আয়ের সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রয়োজন আধুনিক বিজ্ঞানমনস্ক, সুশিক্ষিত এবং দক্ষ জনশক্তি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
সাহারা খাতুন বলেন, “আমরা যদি আমাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি, তবে আমাদের বিদ্যমান পরিস্থিতি উন্নতি হবেই।
রোববার ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সাহারা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন্নবি ও অধ্যক্ষ প্রফেসর সাইদুল ইসলাম।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, ‘‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে আমরা তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমাদেরকে জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে আপনাদের সবার সহযোগিতা চাই। ”
মন্ত্রী বলেন, “একটি বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী আধুনিক ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা বিস্তারের মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষার্থীকে বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। ”
শিক্ষার উন্নয়নের মাধ্যমে ডিজটাল বাংলাদেশ বিনির্মানে চলমান সংগ্রাম আরও গতিশীল করে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান সাহারা খাতুন।
বক্তব্য শেষে মন্ত্রী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়:১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com