ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২

খুলনা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

রোববার ভর্তি পরীক্ষার শেষ দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুল ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পরীক্ষার হল পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

অভিভাবকরা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ, যানবাহন নিয়ন্ত্রণ ও চলাচল এবং আইন-শৃঙ্খলাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এদিকে, উপাচার্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়া তিনি পরীক্ষায় সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) উইমেন্স কলেজ, রেভা. পলস হাইস্কুল, সাংবাদিক ও সংশ্লিষ্ট সব মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় খুবির ট্রেজারার ফকির আবু হোসেন, সমাজ বিজ্ঞান স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর আহমেদ আহসানুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সমীর কুমার সাধু, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা এবং সংশ্লিষ্ট  শিক্ষক ও কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। খুবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ