ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২

রাবি: নতুন বছরের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস  মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগে প্রায় সাড়ে ৩ হাজার নতুন শিক্ষার্থীর ক্লাস শুরু উপলক্ষে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলো সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানা গেছে।



নবাগত শিক্ষার্থীরা ক্লাস করার লক্ষে ইতোধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী এলাকাসহ রাজশাহী মহানগরের বিভিন্ন ছাত্রাবাসগুলোতে অবস্থান করছেন।

অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী মো.আবদুল্লাহ বাংলানিউজকে বলেন, Ôনতুন বছরের ১ম দিন মঙ্গলবার। আমার সেই স্বপ্ন পূরণের দিন। যেদিনটির জন্য অপেক্ষা করছিলাম অনেকদিন থেকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ক্লাস করবো। আমার সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হচ্ছে।   সেকথা ভেবে আমার খুবই ভালো লাগছে|’

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার(একাডেমিক) এএইচএম আসলাম হোসেন বাংলানিউজকে জানান, গত ৪ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগের অধীনে ৪৯টি বিষয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম শুরু করবেন বলে জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ, প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিরা পৃথক বিবৃতিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সার্বিক মঙ্গল কামনা করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদেরকে বরণ করতে বিভাগ ও ক্যাম্পাসের রাজনৈতিক সংগঠনসহ  বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ