ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে ধর্মঘটে যাচ্ছে রাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৩

রাবি: চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীতকরণ, সহজ পদ্ধতিতে ব্যাংক লোন ও সাপ্তাহিক ছুটি দু’দিনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে শনিবার সকাল ৮টা থেকে ৩ দিনের লাগাতার ধর্মঘট শুরু করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

শুক্রবার ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।



ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম ও মহাসচিব আল-আমিন বিদ্যুৎ বাংলানিউজকে বলেন, “দীর্ঘদিন থেকে প্রশাসনকে কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা ও সহজ পদ্ধতিতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক লোন দেওয়ার দাবি জানিয়ে আসছি। ”

তারা আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় কর্মকর্তা-কর্মচারীদের বয়সসীমা ৬২ বছর করা হয়েছে। অথচ রাবি প্রশাসন আমাদের এ ন্যায্য দাবির পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠন করে শনিবার থেকে টানা তিন দিনের ধর্মঘট পালন করবো। ”

কর্মসূচিতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে এজন্য প্রশাসনই দায়ী থাকবে। ন্যায্য দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ