ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাতকারের তারিখ পরিবর্তন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুয়ায়ী এ সাক্ষাৎকার আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে এ পরীক্ষা রোববার হওয়ার কথা ছিল।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যক্ষ চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বাংলানিউজকে জানান, বিশেষ কারণে রোববারের ভর্তির সাক্ষাৎকার হচ্ছে না। তবে শিক্ষার্থীদের নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী ওইদিন উপস্থিত থাকতে বলা হচ্ছে।

এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি রোববার সারাদেশে হরতাল ডেকেছে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ও রোববারের কয়েকটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ