ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি  বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে সাজাচ্ছে। একই ধারাবাহিকতায় দেশের ২০ হাজার ৫শ’ স্কুল-কলেজ-মাদ্রাসায় চালু করা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।



সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে ঢাকা বিভাগের শিক্ষকদের মধ্যে আইসিটি  সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

নায়েম অডিটোরিয়ামে নায়েম ও আইসিটি প্রকল্প আয়োজিত শিক্ষক কর্তৃক ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে সোমবার আইসিটি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক শেখ ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নায়েমের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর কল্যাণময় সরকার, পরিচালক (পরিকল্পনা) প্রফেসর ইফফাত আরা প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা নতুন প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘ ৪০ বছর পর একটি পূর্ণাঙ্গ জাতীয় শিক্ষনীতি প্রণয়ন করে তার বাস্তবায়ন করছি। ”

মন্ত্রী বলেন, “ঝরে পড়া রোধ করা, মানসম্মত শিক্ষা প্রদান, তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করাসহ নানা যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তাই নতুন প্রজন্মকে প্রযুক্তি-দক্ষ করে তুলছি। এখন আর প্রাথমিক সমাপনী, জেএসসি-এসএসসি-এইচএসসি পরীক্ষার ফল জানার জন্য প্রতিষ্ঠানে ছুটতে হয় না। ঘরে বসে মোবাইল ফোন বা ইন্টারনেটে ফল জানা যাচ্ছে। ভর্তি, ফরম পূরণ, রেজিস্ট্রেশন, পূনঃপরীক্ষণ থেকে শুরু করে সব কাজ এখন অনলাইনে হচ্ছে। ”
 
মন্ত্রী বলেন, “মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি এদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাবে। প্রচলিত চক-ডাস্টার নির্ভর শিক্ষা থেকে প্রযুক্তি নির্ভর শিক্ষা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। ’’

শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় আগামী প্রজন্ম গড়ার কাজে সহযোগিতা করার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় আইসিটি প্রকল্পের আওতায় দেশের ২০ হাজার ৫শ’টি স্কুল-কলেজ-মাদ্রাসাকে পর্যায়ক্রমে আইসিটি সামগ্রী ল্যাপটপ, ইন্টারনেট মডেম, স্পিকার ও পেনড্রাইভ দিচ্ছে। ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে এই আইসিটি সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে।

পরে শিক্ষামন্ত্রী বিসিএস শিক্ষা ক্যাডারের ১৩৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষাণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমএন/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুটএডিটর; eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ