রাজশাহী: নতুন পরীক্ষা পদ্ধতি ও ফলাফল বাতিলের দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহানগরীর গৌরহাঙায় শহীদ কামারুজ্জামান চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এতে মহানগরীর ৫টি সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে ২০০৫ ও ২০১০-এর দুটি প্রবিধানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
যে সব শিক্ষার্থী ২০০৫ প্রবিধানে পরীক্ষায় অংশ নেন, তাদের তিন ও চার বিষয়ে অকৃতকার্য হলেও ‘ইয়ার লস’ হচ্ছে না। কিন্তু যারা ২০১০ প্রবিধানে পরীক্ষায় অংশ নেন, তাদের যে কোনো এক বিষয়ে অকৃতকার্য হলেই এক বছর ‘ইয়ার লস’ হবে।
এর পরিপ্রেক্ষিতে নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করে আগের পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ৫ম, ৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অকৃতকার্য শিক্ষার্থীরা ফলাফল ও নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর চালান।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
এসএস/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর